অনেকেই আমাকে ব্যাক্তিগত ভাবে ম্যাসেজ, ফোন বা মেইল করে জানতে চায় যে তারা আসলে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাবসায় শুরু করবে। অনেকে আবার আমার কোন পেইড টিউটোরিয়াল আছে কিনা জানতে চায়। তাদের জন্য আমার এই লেখা…
প্রথমেই দুঃখ প্রকাশ করছি, এখন পর্যন্ত আমি কোন পেইড ভিডিও টিউটোরিয়াল বানাই নি!
আপনার সম্মানার্থে আমার এই গাইড… আশা করি এটি অনুসরণ করলে আপনিও অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।
যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক বড় একটি বিষয় সুতরাং এখানে আপনাকে প্রতিনিয়তই শিখতে হবে। একদম বেসিক ভাবে অ্যাফিলিয়েশন শুরু করতে চাইলে আপনি আমার এই গাইডটি অনুসরণ করতে পারেন।
প্রথমত আপনাকে অনেক পড়তে হবে। কম পক্ষে ২ মাস পড়াশুনা করার পরে আপনি কাজে নামবেন। আমি যেসব পিডিএফ দিচ্ছি সেগুলো প্রিন্ট করে ২/৩ বার করে পরবেন। কোন কিছু অজানা থাকলে বা বুঝতে কষ্ট হলে প্রথমে গুগলে সার্চ করে সমাধান খুঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার এই ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে কাছের বন্ধু হল গুগল আর ইউটিউব!
কিছু প্রিমিয়াম পিডিএফ বই:
- Amazon-affiliate-book (প্রিমিয়াম): https://goo.gl/VvQ1YC
- Niche-Site-Project-Management (প্রিমিয়াম): https://goo.gl/6gqG8m
এছাড়া আমার ব্লগ পোস্ট গুলো পড়তে পারেন-
এখান থেকে শুরু করুন: https://blog.masudurrashid.com/amazon-affiliate-marketing/
আমি যেসব নিস ব্লগ অনুসরণ করি:
- http://feelpainrelief.com/
- https://thewirecutter.com/ (এদের আর্টিকেল লেখার স্টাইল অনুসরণ করুন)
- https://bestgr9.com/
- http://wildchildsports.com/
- https://10beasts.com/
নিস ব্লগে কন্টেন্ট লিখার সময় উপরের সাইট গুলোকে আইডল ভেলে কন্টেন্ট লিখতে পারেন। ব্লগের মেইন মেইন কন্টেন্ট গুলো অরিজিনাল নেটিভ ইংলিশ রাইটার দিয়ে লিখাবেন। কম খরচে নেটিভ ইংলিশ রাইটার পেতে fiverr থেকে জামাইকা, নাইজেরিয়া বা কেনিয়ার রাইটার খুঁজে খুঁজে ভাল রিভিউ দেখে লিখাতে পারেন। এছাড়া সাইটের আর অন্যান্য কন্টেন্ট দেশি রাইটার দিয়েও লিখাতে পারেন।
সাইট SEO/মার্কেটিং এর জন্য কখনই শর্ট-কার্ট কোন পদ্ধতি অনুসরণ করবেন না। সময় নিয়ে ধীরে ধীরে সাইটের জন্য মার্কেটিং করুন।
আমি আমার SEO স্কিল বাড়ানোর জন্য যেসব সাইট ও ফোরাম গুলো অনুসরণ করি:
- https://backlinko.com/blog
- https://www.reddit.com/r/SEO/
- https://www.reddit.com/r/webmarketing/
- https://blog.hubspot.com/
- https://ahrefs.com/blog/
- https://www.blackhatworld.com/
কিওয়ার্ড রিসার্চ/ ব্যাকলিংক অ্যানালাইসিস বা এই সংক্রান্ত কাজের জন্য আমি যেসব টুল ব্যবহার করি
- https://ahrefs.com (এই টুল দিয়েও কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক অ্যানালাইসিস, র্যাংক ট্র্যাকিং ও অডিট করা যায়)
- http://bit.ly/-serpstat (এই টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক অ্যানালাইসিস, র্যাংক ট্র্যাকিং ও অডিট করা যায়)
- https://masudurrashid.com/KWFinder (কিওয়ার্ড রিসার্চ ও অ্যানালাইসিস)
- http://bit.ly/-contentstudio (সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ম্যানেজ করা যায়)
শুরু হোক আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এ পথ চলা। শুভকামনা আপনার জন্য। 🙂
Asaduzzaman Abir says
আলহামদুলিল্লাহ ভাই, সুন্দর হয়েছে। স্পেশালি ইবুকগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল।
বাই দ্যা ওয়ে, ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে একটা সিরিজ টিউটোরিয়াল আশা করছি আপনার কাছ থেকে ?
Masudur Rashid says
ব্ল্যাক হ্যাট! এইটা কি জিনিস? আমি এগুলা জানি না। 🙁
Big Boss says
Sobai vlo kichu shikar agaaa kharap ta shikte chai aitai dukhojonok.
jara mone koren Google boka tahole apnke online a career korar chinta korar agaa hajar bar babbte hobe. thanks
Asaduzzaman Abir says
ভাই, আর বলব না আপনাকে এই জিনিসের কথা। মানুষ এখন আমকে নেগেটিভ মাইন্ডে নেয়া শুরু করছে ?
Masudur Rashid says
হা হা 😀
Asaduzzaman Abir says
@Big Boss
প্রথমত, আমি প্রশ্নটা/রিকোয়েস্ট আপনাকে করিনি যে আপনি এমন উত্তর দেবেন। যাকে প্রশ্নটা করেছি, ওনাকে আমি আমার শিক্ষক বললেও ভুল হবে । বরং, উনি আমার কাছে তার থেকেও অনেক বড় কিছু। সুতরাং, আমি তাঁর কাছ থেকে কিছু শেখার আগে খারাপ শিখব কিনা সেটা আপনার কাছ থেকে জানার প্রয়োজন মনে করি না।
দ্বিতীয়ত, গুগলের অ্যালগোরিদম সম্পর্কে আপনার ধারণা থাকলে এমন কথা বলার আগে ১০ বার চিন্তা করতেন। আমি মানছি, গুগলের অ্যালগো এখন আগের থেকে অনেক উন্নত। কিন্তু, কিন্তু সব অ্যালগোরই বাগ থাকে। সেটা সম্পর্কে ধারণা না থাকলে আগে ধারণা তৈরি করুন, তাঁরপর অন্যকে উপদেশ দিন।
ধন্যবাদ
DJ Rony says
ই-বুক গুলা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ রিসোর্সফুল একটা পোস্ট।
Masudur Rashid says
ধন্যবাদ ভাই। আপনি কিন্তু এখন আমার কাছের মানুষ। সম্পর্কে বেয়াই… 😀